ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

কোটা বাতিল হবেই: অর্থমন্ত্রী  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘প্রধানমন্ত্রী কোটা বাতিলের পক্ষে শক্ত অবস্থানে আছেন। তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। কাজেই কোটা বাতিল হবেই।’

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিফবি) এর ১১ সদস্যের টিম অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।     

অর্থমন্ত্রী বলেন, ‘আমি চেয়েছিলাম অন্তত মেয়েদের কোটা থাক। কিন্তু কোটা বিরোধী আন্দোলনে, কোটা বাতিলের পক্ষে লোকজনের চিৎকার ছিল জোরালো। কাজেই কোটা বাতিল হবে। আমি মেয়েদের কোটা অপরিবর্তিত রাখার বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী তখন আমাকে বলেছিলেন, আমি আগে বাতিল করবো মেয়েদের কোটা। কারণ, এই কোটা বাতিলের পক্ষে তাদের চিৎকার ছিল সবচেয়ে জোরালো।’

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি